• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সেনাঘাঁটিতে হামলাকারীরা পার পাবে না : মোদি

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৬

উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িতরা পার পাবে না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটবার্তায় এ হুঁশিয়ারি দিয়ে হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন তিনি। রোববার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত হন।

হামলাকারীরা উচ্চস্তরের প্রশিক্ষিত ছিল বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান জানান তিনি।

এদিকে ভারতের এ অভিযোগ ভিত্তিহীন আর অনাকাঙ্খিত উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেকোন হামলার পর পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের প্রথাগত রীতি।

দখলকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।



এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh