• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নওয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৭, ১৩:৫০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। দুর্নীতির অভিযোগে হওয়া তিন মামলায় হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।

বিচারক মোহাম্মাদ বশির এ সময় শরিফের আইনজীবীর একটি আবেদন নাকচ করে দেন। ওই আবেদনে স্ত্রীর চিকিৎসার জন্য নওয়াজ শরিফের আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি চাওয়া হয়।

এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। পাকিস্তানের আইন অনুযায়ী পরবর্তী শুনানির আগে জামিন না পেলে দেশে ফেরা মাত্রই গ্রেপ্তার হতে পারেন শরিফ।

বিদেশে সম্পত্তি গোপনের দুর্নীতির তিনটি মামলায় আদালতের বেশ কয়েকটি শুনানিতে অনুপস্থিত ছিলেন নওয়াজ শরিফ।

পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গেলো ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন।

এর আগে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) দুর্নীতির মাধ্যমে নওয়াজ শরিফ, তার ছেলে হাসান নওয়াজ, হোসাইন নওয়াজ এবং মেয়ে মরিয়ম নওয়াজ ও তার স্বামী ক্যাপ্টেন সাফদার অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছেন বলে তদন্তে প্রমাণ পায়।

তবে শুরু থেকেই নওয়াজ ও পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পথে মরিয়ম নওয়াজ
X
Fresh