• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন টেরেসা মে

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই ২০১৬, ০৯:২৬

শপথ নিলেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী টেরেসা মে। মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী হওয়ার ২৬ বছর পর দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।

বুধবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে টেরেসা মেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডেভিড ক্যামেরন।

৫৯ বছর বয়সী টেরেসা মে ১৯৫৬ সালে সাসেক্সে জন্ম গ্রহণ করেন। পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সাল থেকে এমপি ও ছয় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

অনাড়ম্বর ও স্বল্পভাষী মে কনজারভেটিভদের মধ্যে আধুনিকতাপন্থি। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালালেও অভিবাসী প্রশ্নে কঠোর।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh