• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুনর্গঠন করতে হবে জাতিসংঘকে

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৯

বিশ্বের সব দেশকে ভারসাম্যপূর্ণ করতে জাতিসংঘকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্যবৃন্দ।

রোববার ভেনিজুয়েলায় জোটের ১৭তম শীর্ষ সম্মেলনের সমাপনি দিনের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ক্ষমতা দিতে হবে। সে সঙ্গে বাড়াতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা।

সমাপনি অধিবেশনের ভাষণে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, জাতিসংঘকে শুধু পুনর্গঠন করলেই হবেনা। একে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে বিশ্বের সব দেশ ভারসাম্যপূর্ণভাবে এর কর্মতৎপরতায় অংশ নিতে পারে।

গেল সপ্তাহে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনার জন্য মারগারিতা দ্বীপে শীর্ষ সম্মেলনে বসেন ন্যামের রাষ্ট্র ও সরকার প্রধানরা। আসছে চার বছরের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কাছে ন্যামের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন ইরানি প্রেসিডেন্ট হাসান রৌহানি।


এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh