• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে সরে দাঁড়ালেন সিনেটর ফ্লেইক

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ অক্টোবর ২০১৭, ১৪:০৬

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেপরোয়া, অসংযত ও অমর্যাদাকর আচরণে’ বিরক্ত হয়ে আর নির্বাচন না করার ঘোষণা দিলেন অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জেফ ফ্লেইক। ফ্লেইক জানিয়েছেন, তিনি সিনেটর পদে আর লড়ছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করে, আমেরিকার সরকারের শীর্ষস্থানে যা ঘটছে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। খবর বিবিসি।

অ্যারিজোনার সিনেটর জেফ ফ্লেইককে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিষাক্ত’ (টক্সিক) বলে ডাকতেন।

এর আগে বব করকার নামে অপর এক রিপাবলিকান দলীয় সিনেটর ট্রাম্পকে ‘ডাহা মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন। তার বক্তব্যের অল্প সময়ের মধ্যেই এ ঘোষণা দিলেন ফ্লেইক।

বব করকারের এই বক্তব্যের পরপরই আরেক সিনেটরের সরে দাঁড়ানোকে ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প দলে যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন তার ইঙ্গিত সুস্পষ্ট।

অ্যারিজোনার সিনেটর জেফ ফ্লেইক তার সিদ্ধান্তের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ‘রিপাবলিকান দলের বর্তমান অবস্থায় আমার মতো লোকের কোনো জায়গা নাও থাকতে পারে।’

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা তিনি উপভোগ করেন না, কিন্তু ‘বিবেকবোধ ও কর্তব্যের খাতিরে’ তিনি এটা করতেন।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh