• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীকে বাঁচাতে রাস্তায় রাস্তায় কিডনি খুঁজে বেড়াচ্ছেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ২৩:২৮

স্ত্রীর জীবন বাঁচাতে রাস্তায় রাস্তায় ঘুরে কিডনি খুঁজে বেড়াচ্ছেন ৭৪ বছর বয়সী ওয়েন উইন্টার্স। তার কাঁধে ঝুলছে একটি প্ল্যাকার্ড, যাতে লাল কালি দিয়ে লেখা, নিড কিডনি এ- ফোর ওয়াইফ ৬৭৫-০৭৭৮। যার পূর্ণ অর্থ দাঁড়ায়, স্ত্রীর জীবন বাঁচাতে ‘এ’ নেগেটিভ গ্রুপের কিডনির প্রয়োজন।

ঘটনাটি ঘটেছে আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের সেন এন্ট্রোনিওতে।

স্থানীয় পত্রিকা কেএসএটি খবর অনুযায়ী, ওয়েন উইন্টার্সের স্ত্রী কিডনির সমস্যায় ভুগছেন। দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এজন্য তাকে অনলাইনে বিজ্ঞাপন দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। তবে তিনি বেশি ভরসা রেখেছেন পায়ে হেঁটে খোঁজ করাতেই।

ওয়েন উইন্টার্স জানান, আমি যেভাবে ছিলাম, স্বাভাবিক ছিলাম, মানুষকে সাহায্য করতাম, মানুষকে ভালোবাসতাম। কিন্তু স্ত্রীর কিডনির সমস্যায় আমি ভেঙে পড়েছি। তবু আমি তাকে বাঁচাতে লড়াই করে যাব। যত দিন কিডনি না পাব, তত দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াব।

২০১৩ সালে দক্ষিণ ক্যারোলিনার ল্যারি সুইলিং নামে এক ব্যক্তি একই রকম কাজ করেছিলেন। ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্ত্রীর জন্য কিডনি জোগাড় করেছিলেন। এই খবরে অনুপ্রাণিত হয়ে তিনি কিডনি খুঁজছেন।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
আরটিভিতে আজ যা দেখবেন
আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতালের স্থাপত্য নকশা নিয়ে আলোচনা
X
Fresh