• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গার্লফ্রেন্ডদের জন্য চুরি, প্লাস্টিক সার্জারি করেও ধরা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৪

কুনাল। ভারতের এ যুবক গার্লফ্রেন্ডদের মন জয় করতে নিত্যনতুন গাড়ি চুরি করতেন। এভাবে তিনি চুরি করেছেন ১৫০টির বেশি গাড়ি । সম্প্রতি দিল্লির নেহরু প্লেস থেকে কুণালকে চোরাই গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার আসল নাম তনুজ। প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছেন।

পুলিশ জানায়, তারা গোপন সূত্রে খবর পায়, মুলচাঁদ হাসপাতালের পাশের রাস্তা দিয়ে একটি চোরাই গাড়ি আসছে। সেখানে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে পুলিশ চালককে আটক করে।

জিজ্ঞাসাবাদে কুনাল জানান, তার আসল নাম তনুজ। পুলিশের হাত থেকে বাঁচতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ১৯৯৭ থেকে গাড়ি চুরির সঙ্গে যুক্ত। প্রথমে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করতেন। ১৬ বছর বয়স থেকে গাড়ি চুরি শুরু করেন । তাতে গার্লফ্রেন্ডদের মন জিততে সুবিধা হতো। এভাবে ১৫০টির বেশি গাড়ি চুরি করেছেন তিনি। পাল্টে ফেলতেন চুরি করা গাড়ির ইঞ্জিন আর চেসিস নম্বর। চুরি করা গাড়ি নিয়ে গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতেন তিনি।

উল্লেখ্য, কুনালের দুই সহযোগী ইরশাদ আলী আর মহম্মদ সাদাবকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার চুরি করা ১৫০টির বেশি গাড়ির মধ্যে ১২টি উদ্ধার করা হয়েছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লাস্টিক সার্জারি করে বিপাকে এষা
যে অস্ত্রোপচারে বিফল ভারত, তাই করে দেখিয়েছে বাংলাদেশ 
ট্রেনে আগুন লাগাতে নবী আসামিদের দায়িত্ব দেন : ডিবি
X
Fresh