• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৩১

নাইজেরিয়ার অস্থিতিশীল মেইদুগুরি শহরে রোববার তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছে।পর পর তিনটি আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা এই হামলার পেছনে বোকো হারামই দায়ী বলে ধারণা করছে।

নাম প্রকাশ না করা শর্তে একটি সেনা সূত্র জানিয়েছে, প্রথম হামলার ঘটনা ঘটেছে বোর্নো প্রদেশের রাজধানীতে। এক নারী স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে একটি ছোট রেস্তোরাঁর কাছে তার শরীরে থাকা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায়।

সে সময় রাতের খাবার কিনতে রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন বহু মানুষ। লোকজনের ভিড়ের মধ্যেই ওই হামলা চালানো হয়। এর কয়েক মিনিট পরেই আরো দুই নারী দুটি আত্মঘাতী হামলা চালায়।

২০০৯ সাল থেকে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে বোকো হারামের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মেইদুগুরিতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরো ২১ জন। ইসলামিক জঙ্গি দল বোকো হারামের ৮ বছর ধরে চলা বিদ্রোহের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বোর্নো এলাকা।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
X
Fresh