• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকায় ঢুকতে পারলেন না ইন্দোনেশিয়ার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১৫:০৩

আমেরিকায় ঢুকতে দেয়া হয়নি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিওকে। আমেরিকার সেনাপ্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও দেশটিতে ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান । রাজধানী জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এবিসি নিউজ।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের পক্ষ থেকে জেনারেল গাতোত এবং তার স্ত্রীর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সঙ্গে সঙ্গেই আমেরিকা সফর স্থগিত করে দেন তিনি।

উগ্রবাদ বিরোধী প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেয়ার জন্য তার ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। এ সম্মেলনে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড।

মার্কিন উপরাষ্ট্রদূতকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টিনো মারসুদি। এদিকে, ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

গত বছরও একই সম্মেলন আয়োজন করেছিলেন জেনারেল ডানফোর্ড। তাতে ইন্দোনেশিয়াসহ ৪৩ দেশ যোগ দিয়েছিল।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
X
Fresh