• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুখে ২২টি জ্বলন্ত মোমবাতি, নিজের রেকর্ড আবারো ভাঙ্গলেন দীনেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১৩:৩১

ভারতের মুম্বাইয়ের একটি স্কুলের শিক্ষক দীনেশ উপাধ্যায়। বাচ্চাদের পড়ানোর পাশাপাশি আরো একটা জিনিস করতে খুব ভালোবাসেন। সেটা হচ্ছে নানা রকমের কীর্তি গড়া। সেটা কখনো এক মিনিটে ৭৩টি আঙুর খেয়ে রেকর্ড গড়া৷ আবার কখনো ১০টি বিলিয়ার্ড বল একসঙ্গে ধরে বিশ্বকে তাক লাগিয়ে দেন৷ তবে গেলো এপ্রিলে মুখের মধ্যে ২২টি জ্বলন্ত মোমবাতি রেখে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন দীনেশ। অবশ্য আরেক রেকর্ডটাও দীনেশেরই। এ বছরের জানুয়ারিতে মুখে নিয়েছিলেন ১৮টি মোমবাতি।

মুখের মধ্যে বিভিন্ন জিনিস পুরে বিভিন্ন রেকর্ডও গড়েছেন দীনেশ। নিজের সম্পর্কে লিখেছেন তিনি ২৭৫টিরও বেশি বিশ্ব রেকর্ডের মালিক। এ কারণেই তাকে ‘ম্যাক্সিমাউথ’বলা হয়।

রেকর্ডের জন্য আগুন জ্বেলে মোমবাতিগুলো মুখে পুরে কমপক্ষে ৩০ সেকেন্ড রাখতে হতো। যেটা দীনেশ খুব অনায়েসেই করতে পেরেছেন। ২২টি জ্বলন্ত মোমবাতি মুখে পুরে তোলা ওই ভিডিওটি পোস্ট করা হয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর ফেসবুক পেজে। কোনও বন্ধুর জন্মদিন থাকলে নেটিজেনদের এই ভিডিও উপহার দেওয়ার আহ্বান জানানো হয়।
তাক লাগানো এমন আরো অনেক রেকর্ড গড়েছেন মুম্বাই ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করা দীনেশ।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh