• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সু চিকে ইমেজ নষ্ট না করার ‘পরামর্শ’ ভারতের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১১:৪৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থান নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে তার ‘ইমেজ’ নষ্ট না করার পরামর্শ দিয়েছেন। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা ইস্যুতে দিল্লির অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেন। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে পিটিআই’কে বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) তাকে (সু চি) বলেছেন, বিশ্বে আপনার অত্যন্ত ভালো ভাবমূর্তি রয়েছে, সেটিকে ধ্বংস করবেন না।’

সুষমা স্বরাজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।

তবে নরেন্দ্র মোদি কখন এই মন্তব্য করেছেন সেটি স্পষ্ট নয়। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো দাবি করেছে, গত মাসে মোদি যখন মিয়ানমার সফরে সু চির সঙ্গে বৈঠক করেন তখন তিনি এ কথা বলেছেন।