• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাপানে টাইফুন ল্যানের আঘাতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৭, ১১:৪২

জাপানে একটি টাইফুন আঘাত হানার পর দুই জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টার দিকে ল্যান নামের টাইফুনটি দেশটির শিজওকা এলাকায় আঘাত হানে। ওই এলাকাটি রাজধানী টোকিও থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। খবর বিবিসির।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রতি ঘন্টায় ১৯৮ কিলোমিটার গতির বাতাসের বেগ নিয়ে টাইফুনটি আঘাত হানে।

এই ঝড়ের প্রভাবে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এদিন ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়। আজ সোমবারও বাতিল করা হয় আরো ৩০০টি ফ্লাইট।

ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় অনেক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে ছিল।আজ সোমবার সকালের কিছু এক্সপ্রেস সার্ভিস ও কিছু ফেরি সার্ভিসও বাতিল করা হয়েছে।

সোমবার সকালের ব্যস্ত সময়ে টাইফুন ল্যান টোকিওর কাছাকাছি এলাকা দিয়ে পার হওয়ার কথা রয়েছে।

ফুকোওকায় নির্মাণাধীন ভবনের মাচার আঘাতে এক ব্যক্তি নিহত হয়। অপরদিকে ঝড়ের কবলে পড়া বোট থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে ৭০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার জাপানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঝড়ের প্রভাবে সারাদিন বিভিন্ন নির্বাচনী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
X
Fresh