• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তাজমহল পরিদর্শনে যাচ্ছেন যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৭, ২১:৫৮

ভারতের আগ্রার তাজমহল পরিদর্শনে যাচ্ছেন দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিজেপি নেতা ও মন্ত্রীদের মন্তব্যে শোরগোল পড়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে তাজমহল পরিদর্শনে যাচ্ছেন তিনি। রোববার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর আগ্রার এই ঐতিহাসিক স্মৃতিসৌধটি দেখতে যাবেন যোগী আদিত্যনাথ । মোঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সমাধিতে আধ ঘণ্টা সময়ও কাটাবেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে ও পরে কখনও তাজমহলে যাননি যোগী আদিত্যনাথ। সম্প্রতি বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলকে রাজ্যের পর্যটন স্থানের তালিকা থেকে বাদ দিয়ে প্রথম বিতর্কটা তৈরি করেছিল যোগী সরকারের পর্যটন দপ্তরই। আর সেই বিতর্কই চরম পৌঁছায়, যখন তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। বিধায়কের মন্তব্যে শোরগোল পড়ে গোটা দেশে। অস্বস্তিতে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে একপ্রকার বাধ্য হয়েই সুর নরম করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেন, 'তাজমহল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয়দের ঘাম-রক্তেই তৈরি। কে তা নির্মাণ করেছেন, সেটা বড় কথা নয়।'

এবার তিনি নিজেই যাচ্ছেন তাজমহল দর্শনে।

উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর আগ্রা সফরে তাজমহলের ভেতরে সব জায়গাতেই যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যমুনা নদী থেকে তাজমহল পর্যন্ত করিডর তৈরির কাজ পরিদর্শন করবেন তিনি।

উল্লেখ্য, যোগী আদিত্যনাথই উত্তরপ্রদেশের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, যিনি তাজমহল দেখতে যাচ্ছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক সিরিজে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা
ঐতিহাসিক বদর দিবস আজ
X
Fresh