• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকে বাজিতে হেরে পুলিশের কাছে আসামির আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৭, ২০:০৭

বিভিন্ন বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে অনেক দিন ধরেই এক আসামিকে খুঁজছিল পুলিশ। তাই কৌশল হিসেবে ফেসবুকের আশ্রয় নেন এক পুলিশ সদস্য। যোগাযোগও হয় সেই আসামির সঙ্গে। এক পর্যায়ে ছদ্মনামে পুলিশের সঙ্গে বাজি ধরেন ওই আসামি। তিনি পুলিশকে জানান, তাকে ধরিয়ে দেয়ার পোস্ট যদি এক হাজার বার শেয়ার হয় তবে তিনি আত্মসমর্পণ করবেন। ডোনাট খাওয়াবেন বলেও উল্লেখ করেন তিনি।

আসামির আত্মসমর্পণের শর্ত জানিয়ে এবং ফেসবুক ব্যবহারকারীদের সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেয় পুলিশ। পোস্টটি দেয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে এক হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী সেটি শেয়ার করেন।

শর্তানুযায়ী, আসামি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। এক বাক্স ডোনাটও নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগান রাজ্যে। আর ওই আসামি হলেন মাইকেল জায়ডেল। তার বয়স ২১ বছর। তাকে খুঁজছিল রেডফোর্ড টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্ট। ফেসবুকে তিনি শ্যাম্পেন টরিনো ছদ্মনামে পুলিশের সঙ্গে বাজি ধরেন।

গত ১৭ অক্টোবর রেডফোর্ড টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে আত্মসমর্পণ করা জায়ডেল এবং তার আনা ডোনাটের ছবিসহ একটি পোস্ট করা হয়।

এসময় জায়ডেলকে ধরতে সহযোগিতা করার জন্য যারা পুলিশের পোস্ট শেয়ার করেছেন তাদের ধন্যবাদ দেয়া হয়।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh