• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৭, ২৩:৩২

আফগানিস্তানে পৃথক দুটি মসজিদে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কাবুলের একটি শিয়া মসজিদে একজন বন্দুকধারী মসজিদে প্রথমে গুলি ছোঁড়ে ও পরে বোমার বিস্ফোরণ ঘটনায়। এতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়। এদিকে ঘর প্রদেশে একটি সুন্নি মসজিদে অপর এক হামলায় ২০ জন নিহত হয়েছে। খবর বিবিসি, আল-জাজিরার।

তথাকথিত ইসলামিক স্টেট কাবুলের ইমাম জামান নামের ওই মসজিদে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তবে এর পক্ষে তারা কোন তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আগে আফগানিস্তান জুড়ে বিভিন্ন শিয়া মসজিদই গ্রুপটির লক্ষ্যবস্তু ছিল।

কাবুলের ইমাম জামান মসজিদে হামলার পর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মনে হচ্ছিল এটা যেন শত্রুসীমার কাছাকাছি কোন স্থান।

অপর আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাটি এমন সময় চালানো হয় যখন সবাই নামাজ পড়ছিল।

কাবুল পুলিশের মুখপাত্র বাসির মোজাহিদ এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য দেন নি।

অপরদিকে মধ্য আফগানিস্তানের ঘর প্রদেশে সুন্নি মসজিদে হামলার ঘটনায় একজন সরকারপন্থী মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছে।

নতুন এই হামলার মধ্য দিয়ে সপ্তাহজুড়ে দেশটির বোমা হামলায় নিহতদের সংখ্যা দাড়ালো কমপক্ষে ১৭৬ জনে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের তৃতীয় দিনের টিকিট
ঈদ যাত্রা : আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি
ঈদযাত্রায় ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিট মিলবে সকালে, পূর্বাঞ্চলের দুপুরে
পশ্চিমাঞ্চলের ১০ ট্রেন বন্ধ
X
Fresh