• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বিস্ফোরণ, আহত ২৯

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২৯ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শনিবার রাত ন’টায় চেলসিয়ার একটি ডাস্টবিনে বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে ফায়ার সার্ভিস এবং জরুরি সেবা বিভাগের অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের এক ঘন্টা পরই এ ঘটনা ঘটে।

মেয়র বিল দ্য ব্লাসিও জানান, এটা একটি আন্তর্জাতিক ঘটনা। তবে সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে এর কোন যোগসূত্র পাওয়া যায়নি।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে বলে জানান তিনি।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণস্থলের কাছেই দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি দাতব্য সংস্থা। তা দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। প্রতিযোগিতা শুরুর কিছুক্ষণ আগেই বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় পুরো শহরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।



এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh