• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মধ্য আফ্রিকায় আরো ৯শ’ শান্তিরক্ষী দরকার : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৬

মধ্য আফ্রিকায় জাতিগত নিধনের বিষয়ে সতর্ক করে নিরাপত্তা পরিষদের কাছে শান্তিরক্ষা মিশনে আরো ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তুলে ধরা এক রিপোর্টে গুতেরেস বলেন, এরইমধ্যে মধ্য আফ্রিকার জাতিগত সহিংসতা প্রতিরোধে মিনুসকা মিশনে ১২ হাজার শান্তি রক্ষী কাজ করছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছে। ফলে আরো সেনা প্রয়োজন।

তিনি আরো বলেন, ২০১৬ সালের পর পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটিতে সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে।

মহাসচিব চলতি মাসের শেষ দিকে মধ্য আফ্রিকা সফরে যাবেন।

উল্লেখ্য, আফ্রিকার সহিংসতাকবলিত দেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। এখানে মানবাধিকার লঙ্ঘন নিত্যকার ঘটনা। খুন, ধর্ষণ, লুটপাট, অপহরণের মহোৎসব চলে প্রতিদিন। ২০১৪ সালেও মানবিক পরিবেশ ফিরিয়ে আনতে সে দেশে ১২ শ’ শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলো জাতিসংঘ। জাতিগত ও গোষ্ঠীগত সংঘাত, সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত হাজার মানুষ মারা গেছেন।এবার দেশটিতে জাতিগত নিধনের বিষয়ে সতর্ক করে দেশটিতে ৯শ’ শান্তিরক্ষী চেয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh