• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৫০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ২০ জন । পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে সহিংসতা নিয়ন্ত্রণে এসেছে। এমনটা দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে গরু চড়ানোর জায়গার অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে গত সপ্তাহান্তের সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে রাখালরা ধারণা করছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্লাতেয়াউ রাজ্যে সম্প্রতি ২০ জন নিহত হওয়ার খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে এটিকে কতিপয় রাখালের প্রতিশোধমূলক হামলা হিসেবে বর্ণনা করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সহিংসতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রেসিডেন্ট বুহারি তাৎক্ষণিকভাবে এ সহিংসতা বন্ধে সামরিক ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।
ভবিষ্যতেও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে যাতে এ ধরণের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে তিনি পরিকল্পনা নেয়ারও নির্দেশ দিয়েছেন।
এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
গাজার উত্তরাঞ্চলে বিমান হামলায় নিহত ২০
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
X
Fresh