• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে বিশ্বে সপ্তম ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৭, ১২:১১

নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে বিশ্বে সপ্তম বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১৯ শহরের মধ্যে ঢাকার এ অবস্থান। সম্প্রতি ব্রিটেনের থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর বিবিসি।

বিশ্বের মহানগরীগুলোর ওপর জরিপ চালিয়ে ব্রিটেন থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে প্রথমে আছে মিসরের রাজধানী কায়রো। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে।

নারীর জন্য অনিরাপদ এমন তালিকায় দশের মধ্যে থাকা অন্য শহরগুলো হলো কঙ্গোর রাজধানী কিনসাসা, পেরুর রাজধানী লিমা, মেক্সিকো সিটি, নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।

অন্য দিকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষে আছে লন্ডন। এরপরই আছে জাপানের টোকিও ও ফ্রান্সের প্যারিস।

ফাউন্ডেশনের নারী অধিকার বিষয়ক বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ৩৮০ জন বিশেষজ্ঞের মধ্যে ৩৫৫ জনের মতামত নেয়া হয়েছে।

এপি/এ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
X
Fresh