• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে ইসলামি উৎসব উদযাপনের প্রস্তাব দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৭, ০৯:৪২

জার্মানিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক উৎসবের দিনগুলো উদযাপনের চিন্তাভাবনা করছে দেশটির সরকার।

গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়ার পর বিষয়টি আলোচনায় এলো। খবর আল-জাজিরার।

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোয়ার সেক্সোনিতে এক নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজেইরে এ কথা বলেন।

ডি মেইজেইরি বলেছেন, আমি ইসলামিক উৎসবের দিনগুলিতে ছুটি চালু করার ব্যাপারে আলোচনা করতে রাজি আছি।

তিনি বলেন, যেসব এলাকায় ক্যাথলিকরা সংখ্যাগরিষ্ঠ সেসব এলাকায় অল সেইন্ট’স ডে উদযাপন করা হয়। আবার সেখানে ক্যাথলিকরা সংখ্যাগরিষ্ঠ নয় সেখানে অল সেইন্ট’স ডে উদযাপিত হয় না। তাহলে আমরা কেন ইসলামিক উৎসবগুলো চালু করতে পারি না? প্রশ্ন তোলেন ডি মেইজেইরে।

জার্মানির সংবিধান অনুযায়ী দেশটির ১৬টি প্রদেশ তাদের ইচ্ছানুযায়ী কোন কোন ধর্মীয় উৎসব পালন করা হবে সেটির সিদ্ধান্ত নিতে পারে।

তবে ডি মেইজেইরে বলেছেন, সাধারণভাবে আমাদের উৎসবগুলো খ্রিস্টীয় এবং এগুলো অপরিবর্তিতই থাকবে। কারণ এই উৎসবগুলোই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে।

দেশটির আইন অনুযায়ী সবগুলো প্রদেশকেই শুধু দুই জার্মানি এক হওয়ার দিনটি পালন করতে হয়। যা জার্মানির ঐক্য দিবস নামে পরিচিত।

থমাস ডি মেইজেইরি গত মাসে দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন(সিডিই-উ) পার্টি থেকে জয়লাভ করেন।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ
জার্মানিতে ধর্ষণের ঘটনায় হত্যার অভিযোগ স্বীকার মার্কিনীর
জার্মানিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ধর্মঘট
জার্মানিতে বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট
X
Fresh