• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উত্তর কোরিয়া ইস্যু

প্রথম বোমা পড়ার আগ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা: টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ১৪:৪৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সমস্যার সমাধান কূটনৈতিকভাবেই করতে আগ্রহী। জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে টিলারসন বলেন, দেশটির এই প্রচেষ্টা প্রথম বোমা বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক প্রচেষ্টা দেশটির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের ঐক্যমত্যের পৌঁছাতে সাহায্য করেছে।

গেলো মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা ব্যাপারে সময় নষ্ট না করতে টিলারসনকে নির্দেশ দিয়েছিলেন।