• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি হত্যায় সৌদিতে দুই ভারতীয়ের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ২২:৪২

বাংলাদেশি বাবুল হুসেইন জব্বারকে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার বাবুলকে হত্যার দায়ে সৌদি আদালতের আদেশে কুমার ভাস্কর ও লিয়াকত খান রহমানের শিরশ্ছেদ করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদে একটি কোম্পানিতে কাজ করতেন জব্বার। কোম্পানির বিপুল পরিমাণ টাকা চুরিতে বাধা দেয়ার কারণে ভারতের ওই দুই নাগরিক তাকে ছুরিকাঘাতে হত্যা করে। কোম্পানির টাকা চুরি করে আত্মগোপন করার সময় সৌদি পুলিশ খুনিদের গ্রেপ্তার করে।

আদালতে প্রমাণিত হয়, জব্বারের পেটে ছুরিকাঘাত করেছিলেন কুমার ভাস্কর। খুন হওয়া জব্বারের হেফাজতে কোম্পানির রক্ষিত অর্থ চুরির উদ্দেশ্যে পরিকল্পনা করে জব্বারকে হত্যা করেন ওই দুই ভারতীয়।

বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর স্থানীয় আদালত ওই দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এ দিন দেশটির উত্তরাঞ্চলীয় আল জউফ অঞ্চলের আল কুরাইয়াতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অ্যামফেটামিন বড়ি রাখার দায়ে দোষী সাব্যস্ত এক সৌদি ও এক ফিলিস্তিনি নাগরিকেরও শিরশ্ছেদ করা হয়।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
মিয়ানমারে আটকে পড়াদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh