• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ বছর পর তালেবানের হাত থেকে এক পরিবার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৭, ২০:৪৬

আফগানিস্তানের তালেবান-সংশ্লিষ্ট হক্কানি নেটওয়ার্কের হাতে পাঁচ বছর ধরে বন্দি থাকা পাঁচ সদস্যের এক উত্তর আমেরিকান পরিবারকে উদ্ধার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

আমেরিকার কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর পরিচালিত অভিযানে কানাডার নাগরিক জোশুয়া বয়েল, তার আমেরিকান স্ত্রী কেইটলান কোলম্যান এবং তাদের তিন সন্তানকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে আফগানিস্তান ভ্রমণের সময় দুই সন্তানসহ বয়েল-কোলম্যানকে অপহরণ করা হয়। তখন কোলম্যান গর্ভবতী ছিলেন। বন্দি অবস্থায় তিনি তৃতীয় সন্তানের জন্ম দেন।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আমেরিকার কর্মকর্তারা আগে থেকেই ওই পরিবারের গতিবিধি লক্ষ্য করছিল। তাদের পক্ষ থেকে জানানো হয় যে, বয়েল-কোলম্যান পরিবারকে ১১ অক্টোবর পাকিস্তানের কুররাম ট্রাইবাল জেলায় সরিয়ে নেয়া হচ্ছে। পরে সেখান থেকেই তাদের উদ্ধার করা হয়।

তারা আরো জানিয়েছে, সময়মতো গোয়েন্দা তথ্য ভাগাভাগির ফলেই এই সফলতা এসেছে। সহযোগিতার ভিত্তিতে একই শত্রুর বিরুদ্ধে যৌথ লড়াইয়ে পাকিস্তান প্রতিশ্রুতির ধারাবাহিকতা রক্ষা করবে।

বয়েলের বাবা প্যাটরিক ও মা লিন্ডা জানান, ছেলের সঙ্গে কথা হয়েছে তাদের। তারা সবাই ভালো আছেন। তাদের একটা নাতি হয়েছে বলেও জানতে পেরেছেন তারা।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় আরো বেশি পদক্ষেপ নিতে পাকিস্তানি সরকার যে আমেরিকার ইচ্ছাকে সম্মান জানাচ্ছে এই সহযোগিতা তার চিহ্ন।

বয়েল-কোলম্যান পরিবারকে অপহরণ করার পর তাদের একটি ভিডিও প্রকাশ করে হাক্কানি নেটওয়ার্ক। এতে পরিবারটির মুক্তির বদলে আফগানিস্তানে বন্দি সংগঠনটির তিন সদস্যের মুক্তি দাবি করা হয়। গত ডিসেম্বরে প্রকাশিত সবশেষ ভিডিওতে তাদের দুই ছেলেকেও দেখানো হয়।

পাঁচ সদস্যের পরিবারটিকে আমেরিকা বা কানাডাতে ফেরানোর প্রস্তুতি চলছে। আমেরিকার কর্মকর্তারা তাদের নিয়ে যেতে চাইলেও বয়েল তাতে রাজি হননি। অপহরণের আগে তিনি গুয়ানতানামো কারাগারে বন্দি ওমর খাদরের বোনকে বিয়ে করেন। ওই নারী উগ্র ইসলামী ধ্যানধারণা পোষণ করতেন বলে ধারণা করা হয়।

এই কারণে বিচারের মুখোমুখি হতে হবে বলে বয়েল আমেরিকায় যেতে রাজি হননি। যদিও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেছেন, বয়েল তদন্তের লক্ষ্যবস্তু নয়। আমরা পরিবারটির নিরাপত্তার কথাই বিবেচনা করছি।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু
X
Fresh