• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইউনেস্কো থেকে বেরিয়ে গেলো আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ২১:৩৭

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেলো আমেরিকা।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউনেস্কো ইসরায়েল বিরোধী অবস্থান নেয়ায় আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে।

আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউনেস্কোকে সবচেয়ে বেশি অনুদান দেয়৷ অথচ, সংস্থাটির কার্যক্রমে তাদের মতামত প্রতিফলিত হয় না৷ বিশেষ করে ফিলিস্তিন প্রসঙ্গে।

আরো বলা হয়েছে, ইউনেস্কো বেশির ভাগ ক্ষেত্রেই ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে৷ তারা ইসরায়েলের সঙ্গে যে আচরণ করছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না৷

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে একটি পর্যবেক্ষণ মিশন স্থাপন করা হবে। এরমধ্য দিয়ে ইউনেস্কোতে আমেরিকার প্রতিনিধিকে বাদ দেয়া হবে।

এদিকে আমেরিকার সদস্য পদ প্রত্যাহার করে নেয়া জাতিসংঘ পরিবার ও জোটবদ্ধতার ক্ষতি বলে জানিয়েছে ইউনেস্কো।

চলতি বছর মে মাসে ইউনেস্কোর নির্বাহী পরিষদে অনুমোদন পাওয়া এক প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রাখার কথা বলা হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পাস হওয়া ওই প্রস্তাবকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে উল্লেখ করে ফিলিস্তিন। ইসরায়েল বলছে যে এটি ‘ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক’ কর্মকাণ্ড।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস
শিক্ষাসফরে আমেরিকা যাওয়ার সুযোগ, পাওয়া যাবে সাড়ে ৫ লাখ টাকা
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
X
Fresh