• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৯:৪৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মুখপাত্র হারুন সিনওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছিলেন তারই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ভিন্ন মতাবলম্বী আকবর এস বাবর। ওই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পিটিআই’র মুখপাত্র নাইমুল হক তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, দল থেকে ওই পরোয়ানাকে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে।

গেলো ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে আদালত অবমাননা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে জামিন যোগ্য পরোয়ানা জারি করা হয়েছিলো। এর আগের নোটিশের জবাব না দেয়ায় গেলো ২৩ আগস্ট ইমরানে বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্বিতীয় শোকজ নোটিশ দেয়। দ্বিতীয় নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেসময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পরবর্তীতে ইমরান খানের দল এক আপিলের মাধ্যমে তা স্থগিত করতে সক্ষম হয়।

বিদেশে অবৈধ তিন মিলিয়ন রুপি পাচারের অভিযোগে ২০১৪ সালের শেষদিকে দেশটির অন্যতম প্রধান বিরোধী দলের নেতা ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
প্রেমিকাকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠলেন ইমরান
X
Fresh