• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ১৪০ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ১৪:০৪

সৌদি আরবগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ১৪০ যাত্রী নিয়ে লাহোরের আল্লামা ইকবাল বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার কর্মকর্তাদের বরাতে জিও নিউজ জানায়, পিকে-সেভেন ফাইভ ফাইভ বিমানটির কার্গো শাখা থেকে ধোঁয়া বের হতে থাকলে পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করান।

বিমানের মুখপাত্র মাসুদ তাজওয়ার বলেছেন, বিমানটি পঞ্জাবের শিয়ালকোট বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে ধোঁয়া নির্গমণের খবর পাইলটকে অবহিত করা হলে তিনি আল্লামা ইকবাল বিমান বন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করান।

বিমানটি ১৪০ যাত্রী নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ যাচ্ছিল।

বিমানের মুখপাত্র আরো বলেন, বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পরে অপর একটি বিমানে যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন
পাকিস্তানে বিদ্যুৎ গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১২৫ বিলিয়ন রুপি
X
Fresh