• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ অক্টোবর ২০১৭, ১৪:০৬

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর হামলায় তিন শিয়া মুসলিমসহ নিহত হয়েছেন অন্তত পাঁচজন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার মোটরবাইকে করে দুইজন বন্দুকধারী একটি গাড়িতে থাকা শিয়া মুসলিমদের ওপর গুলি চালায়। তার সবাই সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল রাজ্জাক চিমা এএফপিকে বলেন, ‘প্রতিদিনই পুলিশ এসব সবজি বিক্রেতাদের সুরক্ষা দিয়ে নিয়ে যায়। আজ একটি গাড়ি আলাদা হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

তিনি বলেন, বন্দুকধারীরা তিনজন শিয়াকে হত্যা করেন, এছাড়া তাদের গুলিতে প্রাণ হারান ভ্যানচালক ও এক পথচারী। একজন গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে আছেন।

আরেকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নাসিব উল্লাহও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মেমফিসে বন্দুকধারীর হামলায় নিহত ২
মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
X
Fresh