• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকা-তুরস্কের পাল্টাপাল্টি ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৭, ২১:২৪

নিরাপত্তার অজুহাত দেখিয়ে পারস্পরিক ভিসা বাতিল করেছে আমেরিকা ও তুরস্ক। গত সপ্তাহে তুরস্কে মার্কিন মিশনের এক কর্মকর্তাকে আটকের অভিযোগে তুর্কি নাগরিকদের ভিসা বাতিল করে আমেরিকা। এর কিছুক্ষণ পরেই তুরস্ক থেকেও আসে একই ঘোষণা।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ও তুরস্ক তাদের নিজ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে দুই দেশকে আরো প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছে।

গত সপ্তাহে ইস্তাম্বুলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে তুরস্ক। তার বিরুদ্ধে অভিযোগ গত বছর ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে এই অভিযোগের নিন্দা জানিয়েছে আমেরিকা। তারা জানায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই পদক্ষেপে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটছে।

আঙ্কারায় মার্কিন মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনায় তুর্কি সরকারের দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আমেরিকা। আর এই সময়ে আমরা তুরস্কে সব দূতাবাসেই ভিসা সুবিধা দেয়া স্থগিত রেখেছি।’

আমেরিকায় তুর্কি দূতাবাসও একই পথে হেঁটেছে। একইরকম বিবৃতি দিয়ে ভিসা সুবিধা বাতিল করেছে তারাও।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা বিএসএমএমইউ শিক্ষক-কর্মকর্তাদের
ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
X
Fresh