• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানের পরে চীনে ‘মিরান্তি’র তাণ্ডব

অনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৯

তাইওয়ানের পর চীনে তাণ্ডব চালিয়েছে বছরের শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানে ‘মিরান্তি’। ঘন্টায় এর গতিবেগ ছিল ২৩০ থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত।

‘মিরান্তি’র তাণ্ডব পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করে দেয়া হয়েছে।

তবে টাইফুনের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।তৈরি রাখা হয়েছে জরুরি কর্মীদের।

এর আগে বুধবার তাইওয়ানে আঘাত হানে ‘মিরান্তি’। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানার সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭০ কিলোমিটার।

এর প্রভাবে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।গাছপালা উপড়ে বন্ধ রয়েছে যোগাযোগ, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়, পানি জমে সৃষ্টি হয়েছে বন্যার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

প্রায় চারশ’ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন সার্ভিসও।

উদ্ধার অভিযানে কাজ করছেন সেনাবাহিনী ও পুলিশের চার হাজার সদস্য।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh