• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোতে ফের মেয়র হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর ২০১৭, ১৩:১২

মেক্সিকোতে ফের গুলি করে হত্যা করা হয়েছে একটি শহরের মেয়রকে। এর কয়েক ঘণ্টা আগে পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক ফেডারেল গোয়েন্দা সদস্য ও তার মা।

দেশটির উত্তরাঞ্চলের মিশোকান প্রদেশের এ ঘটনা দুটির জন্য মাদক পাচারকারী চক্রগুলোকেই দায়ী করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবারের হামলা দুটির পর এতে অংশগ্রহণকারীরা পলাতক রয়েছেন।

লাতিন আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম জানায়, শুক্রবার মিশোকান প্রদেশের পারাচোর শহরের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হন মেয়র স্তালিন সানচেজ।

প্রাদেশিক গভর্নর সিলভানো অওরেলেস তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

পারাচোর মূলত হাতের তৈরি গিটারের জন্য বিখ্যাত। কিন্তু গত কয়েক বছরে সেখানে মাদক ব্যবসার ব্যাপক বিস্তার ঘটেছে।

এদিকে শনিবার জুলিও সিজার বায়েজ গুলিন নামের ফেডারেল গোয়েন্দা সদস্য ও তার ৬৫ বছর বয়সী মা’কে গুলি করে মারা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তার বান্ধবীও। তিনিও গোয়েন্দা সদস্য।

গেলো ১০ বছরে প্রায় ৮০ জন মেয়র, সাবেক মেয়র ও মিউনিসিপ্যালিটি প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই মাদক পাচারকারী চক্রগুলোর সম্পৃক্ততা রয়েছে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
মেক্সিকোতে সমুদ্র সৈকতে ৮ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
মেক্সিকোতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের সব যাত্রী নিহত
X
Fresh