• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাস ভেগাসে গোলাগুলিতে জীবন বাঁচিয়েছে আইফোন!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ অক্টোবর ২০১৭, ২০:৫৮

আমেরিকার লাস ভেগাসে মান্দাল বে হোটেলের পাশে উন্মুক্ত চত্বরে ‘রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট’ চলাকালে এক বন্দুকধারীর হামলায় নিহত হন ৫৯ জন এবং আহত হন প্রায় ৫০০ মানুষ।

গত রোববার ১ অক্টোবর রাতে এ হামলা হয়।

তবে ওই হামলায় এক নারীর জীবন বেঁচে যায় শুধু তার রোজ গোল্ড রঙের আইফোনের কারণে।

ওই নারীর খোঁজ পাওয়া না গেলেও তার ট্যাক্সিক্যাব চালককে ক্ষতিগ্রস্ত আইফোনটি দেখিয়েছেন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।

ছবিতে দেখা গেছে, বুলেটের আঘাতে আইফোনের কভার ভেঙে গেছে।

আর এরকম হামলার সময় ওই নারীর আইফোনটি শরীরের কোথায় রাখা ছিল তা জানা যায়নি।

তবে কোন মডেলের আইফোন ছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড এটি। বে হোটেলের ৩২তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে এ হতাহতের ঘটনা ঘটান স্টিফেন প্যাডক নামের এক ব্যক্তি।

৬৪ বছরের অবসরপ্রাপ্ত এই হিসাবরক্ষককে হামলাকারী হিসেবে শনাক্ত করলেও কেন তিনি এই হত্যাযজ্ঞ চালিয়েছেন তার কারণ জানা যায়নি। হামলার পর গুলি চালিয়ে স্টিফেন প্যাডককে হত্যা করা হয়।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, আহত ৩
X
Fresh