• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:২৫

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে ভ্লাদিমির নগরীর কাছে বাস এবং ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন । রাজধানী মস্কো থেকে ১১০ কিলোমিটার পূর্বের ভ্লাদিমির শহরে স্থানীয় সময় শুক্রবার সকাল ৩টা ২৯ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

রাশিয়ার তদন্ত কমিটি ওই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তারা এ বিষয়ে তদন্ত করছে।

আঞ্চলিক স্বাস্থ্য পরিষেবার প্রধান আলেজান্দ্রে কিরিউখিন তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাস রেলক্রসিংয়ের উপর উঠে যায়। সে সময় পশ্চিমাঞ্চলীয় সেইন্ট পিটার্সবার্গ শহর থেকে নিজনি নভগরোদ শহরগামী একটি ট্রেনের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। দুর্ঘটনায় নিহত সবাই বাসের যাত্রী। ওই দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী আহত হয়নি।

এদিকে আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহত সবাই বাসের যাত্রী।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্কের ঘোষণা চীনের
নাভালনি শতভাগ সুস্থ ছিলেন জানিয়ে পুতিনের শাস্তি দাবি স্ত্রীর
X
Fresh