• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের নিকৃষ্টতম চাকরি করছি : আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৭, ১২:৩৯

আফগানিস্তানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন হচ্ছে বিশ্বের নিকৃষ্টতম কাজ। এমনটাই বললেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি দেশটির শীর্ষ পদের দায়িত্ব পালনকে বিশ্বের নিকৃষ্টতম কাজ হিসেবে অভিহিত করেছেন।খবর বিবিসি।

ঘানি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন হলো পৃথিবীর নিকৃষ্টতম কাজ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে আরো কাজ করবে। তবে কতোদিন তারা আফগানিস্তানে থাকবে সে বিষয়ে পরিষ্কার ভাষায় কিছু বলেননি।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে হয়ত বিদেশি বাহিনী সরিয়ে নেয়া সম্ভব হবে।

অবশ্য এরপরও দেশটিতে কিছু বিদেশি সেনাকে থাকতে হবে বলে জানান তিনি। প্রেসিডেন্ট দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে যুদ্ধের অংশ হিসেবে এসব বিদেশি সেনাকে দেশটিতে থাকতে হবে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বর্তমানে প্রায় ১৪ হাজার ন্যাটো সেনা রয়েছে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতার অজুহাতে এ বাহিনী দেশটিতে অবস্থান করছে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh