• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ১৩

অনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর ২০১৭, ২৩:০৩

পাকিস্তানের বেলুচিস্তানে একটি মাজারে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। আহত হয়েছে আরো ২২ জন। এ হামলায় এক পুলিশ কনস্টেবলও নিহত হয়েছেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ‘ডন নিউজ’এ সংবাদ নিশ্চিত করেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঝাল মাগসি এলাকার ফতেহপুর দরগা নামের ওই মাজারে আত্মঘাতী হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, মুসল্লিরা মাজারের দোয়া মাহফিলে সামিল হওয়ার সময়ই এ হামলা হয়। বৃহস্পতিবার দিনটিতে সাধারণত মাজারে মানুষের উপস্থিতি বেশি থাকে।

প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, মাজারের মূল প্রবেশপথে হামলাকারীকে বাধা দেয়ার সময় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

হামলা পরবর্তী ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

এর আগে গেলো বছরের নভেম্বরে শাহ নুরানি মাজারে আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ৫২ জন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
X
Fresh