• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকট সমাধানে সু চিকে ব্রিটেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৫

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি মিয়ানমার সফর করেছেন ফিল্ড। দেশে ফিরেই সু চিকে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ফিল্ড জানান, এই নেত্রীকে অবশ্যই সহিংসতা বন্ধে জাতিসংঘের ডাকে সাড়া দিতে হবে। আর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার অনুমতি দিতে হবে।

গেলো ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর মিয়ানমার সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা। এই নিপীড়ন বন্ধ করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কাজের অনুমতি দিতে সু চিকে বার বার আন্তর্জাতিক আহ্বান জানানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

তবে পশ্চিমা দেশগুলোর প্রথম প্রতিনিধি হিসেবে সেখানে সফর করলেন ফিল্ড। দেশে ফিরেই তিনি পরিস্থিতি উন্নয়নে সু চিকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh