• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত

অনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২১

উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব-গাম্ভীর্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সৌদি আরবে ফজরের পর দল বেঁধে ঈদের নামাজ আদায় করতে মসজিদে যান মুসলমানরা। রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধিরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৫টা ৫৫ মিনিটে। কোলাকুলি আর কুশল বিনিময়ের পর পশু কোরবানি দেন বিত্তবান মুসলমানরা।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরাতে ঐতিহ্যবাহী দুবাই ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত হয় সকাল ৬টা ২৫ মিনিটে। ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় রাস্তায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

কাতারজুড়ে ৩০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ভোর ৫টা ৩৩ মিনিটে। প্রধান জামায়াত হয় কাতার গ্র্যান্ড মস্কে। পরে, পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশীসহ মুসলমানরা।

ধর্মীয় ভাব-গাম্ভীর্যে মালয়েশিয়ায় ঈদের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদে নিগারায়। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে টিটিওয়াংসায় বায়তুল মোকাররম মসজিদের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় জামায়াত হয়।

এছাড়াও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল-আজহা।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh