• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাকির নায়েকের সংস্থায় অর্থ পাঠাতেন দাউদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৭

অপরাধ জগতে ডন হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিমের অর্থেই চলত ভারতের ধর্ম প্রচারক, ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক ড. জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়, এমন বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে।

জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আমির গজদারকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক সাহায্য করত দাউদ ইব্রাহিম।

সুলতান আহমেদ নামে এক ব্যক্তির মাধ্যমে জাকিরের সংস্থায় টাকা পাঠাতেন দাউদ। গোয়েন্দাদের এমন তথ্য জানিয়েছেন গজদার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে গজদারকে গ্রেপ্তার করা হয়। দাউদের সঙ্গে জাকিরের সম্পর্কের কথা জানার পরেই গোয়েন্দারা এ নিয়ে তাকে জেরা করতে শুরু করেন।

গজদার জানিয়েছেন, জাকির নায়েক তার স্বেচ্ছাসেবী সংস্থাটি নিজেই পরিচালনা করতেন। এছাড়াও একাধিক ট্রাস্ট চালাতেন তিনি। ভারতসহ অন্যান্য দেশেও সেগুলো কাজ করত।

দাউদের টাকা সংস্থায় আসছে সেটি যাতে কেউ জানতে না পারে সেজন্য ভারতসহ একাধিক দেশে ভুয়া কোম্পানি খুলেছিলেন জাকির। সেগুলোর মাধ্যমে দাউদের টাকা জমা পড়ত জাকির নায়েকের সংস্থায়। সে কারণেই এতদিন সহজেই চাপা পড়েছিল দাউদের সঙ্গে জাকির নায়েকের সম্পর্কের বিষয়টি।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh