• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিতে নিহত ১, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪

আমেরিকার টেনেসিস অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন । রোববার সকালে নাশভিলে শহরের বার্নেটি চ্যাপেল গির্জায় এই গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত নারী গুলিতেই মারা গেছেন এবং গাড়ি পার্কিংয়ের জায়গায় তার গুলি লাগে। আহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়, রোববার গির্জার সামনে পার্কিং লটে এক নারীকে গুলি করেন ওই হামলাকারী। তারপর গির্জায় ঢুকে আরো তিনজন পুরুষ ও তিনজন নারীকে গুলি করেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ডন অ্যারন।

তিনি বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকধারী ওই যুবকের বয়স ২৫ এর কাছাকাছি। পুলিশের সামনে পড়লে তিনি নিজেকে গুলি করেন। তাকে আহতদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভ্যানডারবিট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে জানানো হয়, আহত দু’ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন অপেক্ষাকৃত ভালো আছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে আমেরিকার সাউথ ক্যারোলাইনার চার্লসটনে একটি ঐতিহাসিক আফ্রিকান-আমেরিকান গির্জায় এক বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছিলো।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
২৯ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
X
Fresh