• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় ১৭ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৬

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ১৭ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে। শুক্রবার এ বিমান হামলা চালানো হয়। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সেনাবাহিনী। খবর ফক্স নিউজ।

মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার দক্ষিণ-পূর্বের একটি মরুভূমিতে আইএস ঘাঁটিতে হামলা চালায় ছয়টি বিমান। এতে ১৭ জন নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, জঙ্গিরা মূলত ঘাঁটিটি ব্যবহার করতো অস্ত্র মজুদ রাখতে, লিবিয়ায় প্রবেশ করতে এবং বের হতে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, হামলাগুলো সশস্ত্র ড্রোন বিমানের সাহায্যে চালানো হয়।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর লিবিয়াতে এটিই প্রথম আমেরিকার আইএসবিরোধী হামলা।

দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।

গেলো বছর লিবিয়ার সরকারি বাহিনী আইএসের কাছ থেকে সির্তে পুনর্দখল করে। তবে শহরের বাইরে পরাজিত সন্ত্রাসীরা জড়ো হওয়ার চেষ্টা করছে বলে দাবি সরকারের। সেখানে আইএস ছাড়াও আল-কায়েদা জঙ্গিরাও তৎপর।

গেলো ১৯ জানুয়ারি শেষবার লিবিয়াতে চালানো মার্কিন হামলায় ৮০ জনের বেশি আইএস যোদ্ধা নিহত হয়।

২০১৫ সালে সিত্রে দখলের পর থেকে এ এলাকা হয়ে উঠেছিল আইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
X
Fresh