• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের জার্মানির চ্যান্সেলর হলেন মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৯

জার্মানির জাতীয় নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মার্কেল। তবে সত্তর বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে মার্কেলের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ-সিএসইউ ব্লক।

তার দলই গেলো এক দশকের বেশি সময় ধরে জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

রোববারের নির্বাচনে ৩২ দশমিক ৯ ভাগ ভোট পেয়ে জার্মান পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবে স্থান অক্ষুণ্ন রেখেছে মার্কেলের দল। তার জোটের বর্তমান শরিক মার্টিন সুলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) ২০ দশমিক ৮ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

১৩ দশমিক ১ ভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থান নিয়েছে ইসলাম, শরণার্থী, অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। মার্কেলের সম্ভাব্য সহযোগী উদারপন্থী এফডিপি পেয়েছে ১০ দশমিক ৫ ভাগ ভোট।

১৮ বছরের বেশি ছয় কোটি ১৫ লাখ নাগরিক চার বছর পরের এই নির্বাচনে ভোটার ছিলেন।

জয়ের পর সমর্থকদের দেওয়া ভাষণে, এএফডি’র উত্থানে জনগণের ভয় ও উদ্বেগের কথা শোনার প্রতিশ্রুতি দেন মার্কেল। আপাতত মার্কেলের সঙ্গে না থেকে বিরোধী দলে বসার ঘোষণা দিয়েছে এসডিপি। এদিকে অ্যাঙ্গেলা মার্কেলের বিজয়ে বিক্ষোভ করেছেন কট্টর ডানপন্থীরা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
X
Fresh