• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টুইন টাওয়ার হামলার ১৫ বছর

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৬

যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার ১৫ বছর আজ (রোববার)। দেড় দশক পরে এসেও সেদিনের ভয়াবহতা এখনও শরীরে বয়ে নিয়ে চলেছেন হামলায় বেঁচে যাওয়া অনেকে। কেউ রয়েছেন ক্যান্সারসহ নানা শারীরিক সমস্যার ঝুঁকিতে।

শ্রদ্ধা আর ভালবাসায় যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলায় নিহতদের স্মরণ করছেন মার্কিনিরা। দিনটি উপলক্ষ্যে নিউইয়র্কের সেন্ট প্যাট্রিকস চার্চে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন নিউইয়র্ক মেয়র বিল দে ব্লাসিও।

সন্ত্রাসী ওই হামলার দেড় দশক পূর্তিতে মার্কিনিদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিনিরা কখনও ভয়ের কাছে হার মানে না।

হামলার ১৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বেঁচে যাওয়া মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক প্রভাব কাজ করছে।

এছাড়া অনেকে দ্রুত অবসর নিচ্ছেন কর্মজীবন থেকে। অনেকে ভুগছেন স্মৃতিজনিত মানসিক যন্ত্রণায়। ধ্বংসস্তুপ পরিস্কারের কাজে থাকা অনেকেই আবার রয়েছেন অ্যাজমার ঝুঁকিতে।

এদিকে গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন টড হুইটম্যান। নাইন ইলেভেন হামলার পর ওই স্থান নিরাপদ উল্লেখ করেন তিনি। তবে সেখানকার বাতাস দূষিত থাকায় অনেকে শারীরিক অসুস্থতায় ভুগেছেন। মারাও গেছেন অনেকে।

নাইন ইলেভেন হামলার ১৫তম দিবসের কিছুদিন আগে ঘটনার শিকার মানুষের সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলা করার অধিকারের পক্ষে ১টি বিল পাস করে দেশটির প্রতিনিধি পরিষদ। তবে এ বিলে ভেটো দেয়ার হুশিঁয়ারি রয়েছে প্রেসিডেন্ট ওবামার।

অন্যদিকে, নাইন ইলেভেন হামলার নতুন তদন্ত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একযোগে চালানো হয় চারটি আত্মঘাতী বিমান হামলা। এতে নিহত হন তিন হাজারেরও বেশি মানুষ।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh