• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২১

মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রোহিঙ্গা মুসলমান জঙ্গিরা এইসব হিন্দুদেরকে হত্যা করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি থেকে যানা যায়, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ২০ জন নারী ও আট জন পুরুষ রয়েছেন। নিহত সবাই হিন্দু ধর্মাবলম্বী।

এতে দাবি করা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বাঙালি জঙ্গিরা এ হত্যাকাণ্ড চালিয়েছে।

যদিও এলাকাটিতে চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

২৪ আগস্ট রাখাইনে কয়েকটি নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালায় আরসা। এতে বেশ কয়েকজন নিহত হন। এর জের ধরে সরকারি বাহিনী রাখাইনের গ্রামগুলোতে সেনা অভিযান শুরু করে। এতে নারী, শিশুসহ নির্দোষ অনেকেই হতাহত হন। গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়া হয়। বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশের আশ্রয় নিতে থাকেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মতে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের উপকূলে অবস্থান নিয়েছেন।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
X
Fresh