• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে নিন্দা জানালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৯

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে মিয়ানমার সরকারকে এ নিন্দা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

দেশটির আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

একইসঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়ে সৌদি সরকার অবহিত বলেও জানানো হয়। অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের পাশাপাশি মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সৌদি বাদশা চলমান রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢলের বিষয়ে অবগত আছেন।

সংকট সমাধানে এরইমধ্যে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগে আলোচনা করেছেন বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান আদেল আল জুবেইর।

উল্লেখ্য, গেলো ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি অবস্থানে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এরপর রাজ্যটিতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

এ অভিযানে ৪০০ জন নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh