• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লন্ডনে শপিংমলে অ্যাসিড হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৮

ইংল্যান্ডের পূর্ব লন্ডনের স্টার্টফর্ডে একটি শপিংমলে অ্যাসিড হামলায় ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় রাত আটটার দিকে ওয়েস্টফিল্ডের বিপরীতে থাকা স্টার্টফর্ড সেন্টারে দুই গ্রুপের ঝগড়া চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় রাসায়ানিক পদার্থ ছুড়ে মারা হয়।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে অ্যাসিড দগ্ধ ছয় জন যুবককে উদ্ধার করে। এদের মধ্যে তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে সন্দেহজনক ভাবে আটক হয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোর।

মেট্রোপলিটন পুলিশ প্রধান জানান, প্রাথমিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করা হচ্ছেনা। দু'টি গ্রুপ মিলে বিবাদে জড়িয়ে কয়েকটি ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শপিংমলে কয়েকজনে মধ্যে ঝগড়া লেগে যায়। সেখান থেকেই বিবাদের শুরু।

ওই শপিং মলের বার্গার কিং নামের একটি দোকানের সত্ত্বাধিকারী হোসেন বলেন, এক ব্যক্তি এসিডে দগ্ধ হবার পর পানি দিয়ে মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যান।

মলের বিপরীতে বিল্ডিংয়ের বাসিন্দা তাহসিন তাজ জানান, পৌনে নয়টার দিকে অনেকেই চিৎকার পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার বিগ্রেডের গাড়ি দেখতে পাই।

প্রথমে ভেবেছিলাম ওয়েস্টাহ্যামের ম্যাচের জন্য সমর্থকরা উল্লাস করছে। পড়ে দেখলাম ওখানে গণ্ডগোল হয়েছে।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
লন্ডনে বসে বিএনপিকে ধ্বংস করছেন তারেক রহমান : নানক
X
Fresh