• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৮

প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে বেশ সমালোচিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহযোগিতার আহ্বানের পরিবর্তে আগ্রাসী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অধিবেশনে দেয়া ভাষণে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন তিনি। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে উগ্রপন্থা ছড়িয়ে দিচ্ছে ইরান।

ইরানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ভাষণে এমন বিদ্বেষমূলক বক্তব্য কাম্য নয়।

উত্তর কোরিয়া ইস্যুতেও আগ্রাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, উত্তর কোরিয়াকে ধ্বংস করতে প্রস্তুত আমেরিকা।

এ সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে ‘রকেটম্যান’ বলে তাচ্ছিল্য করে ট্রাম্প বলেন, আত্মঘাতী আচরণ করছেন কিম জং উন। অবশ্য এ নিয়ে কিম জং উন সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রাসী ভাষণের সমালোচনা করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরাও।

এদিকে রোহিঙ্গা ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্য করবেন বলে আশা করেন না বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো সোমবার রোহিঙ্গা শরণার্থী বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার পর রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শেখ হাসিনা।

রয়টার্সের সাংবাদিক মিশেল নিকোলসকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, সভাস্থল ছাড়ার পর ট্রাম্পকে তিনি কয়েক মিনিটের জন্য থামান। এ সময় ট্রাম্প বাংলাদেশের খবর জানতে চান। শেখ হাসিনা বলেন, ‘আমি বলি, বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে। তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা। কিন্তু ট্রাম্প শরণার্থীদের নিয়ে কোনো মন্তব্য করেননি।’

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মুখ খুলল রাশিয়া
X
Fresh