• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বোকো হারাম বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে দেশটির বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরবর্তী কন্দুগাতে এ দুইটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এ হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জনের মতো আহত হয়েছেন।

ওই উদ্ধাকর্মী জানান, একটি এনজিও ত্রাণ বিতরণ করছিল। লোকজন ত্রাণ নেয়ার জন্য জড় হচ্ছিল। এমন সময় প্রথম বোমটি বিস্ফোরিত হয়।

তিনি বলেন, প্রথম বোমটি বিস্ফোরণের ১২ মিনিট পর দ্বিতীয় বোমটি বিস্ফোরিত হয়। এসময় শুধু হামলাকারীই নিহত হন। হামলাকারীদের দুইজনই নারী ছিলেন।

গত মাসে মাইদুগুরি শহরের একটি শরণার্থী শিবিরের কাছে তিন নারী আত্মঘাতীর বোমা হামলায় ২৭ জন নিহত হন। ওই সময় আরো অনেকেই আহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে মাইদুগুরিতে ফের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শরিয়াভিত্তিক একটি ইসলামি রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে বোকো হারাম।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
X
Fresh