• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মধ্য আকাশে বিমানের এসি নষ্ট, অজ্ঞান হজ যাত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৫

মদিনা থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে মাঝ আকাশেই বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করায় অসুস্থ হয়ে পড়েন বিমানটির বেশিরভাগ যাত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এসভি-৭০৬ হজ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই গরমে অতিষ্ঠ হয়ে পড়েন এর যাত্রীরা। নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় অচেতন হয়ে পড়েন অনেকে। জানা গেছে, এই সমস্যার কারণে উড্ডয়নের আগেই ফ্লাইটটির তিন ঘণ্টা বিলম্ব হয়।

সেই ভিডিওতে আরও দেখা গেছে, যাত্রীরা কাগজের লিফলেট পাখা বানিয়ে বাতাস করছেন। কেউ কেউ বের হয়ে যাওয়ার দরজার দিকে এগিয়ে যাচ্ছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh