• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শতাব্দীর সবচে ভয়াবহ ভূকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৭

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে মৃতের সংখ্যা ৬১ ছাড়িয়েছে। কম্পনটিকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে আখ্যায়িত করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়েছে। এতে এ পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মেক্সিকোর দক্ষিণ উপকূল কেঁপে ওঠে ভয়াবহ এই ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ১। সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি হয় মেক্সিকোসহ আশপাশের সাতটি দেশে।

আমেরিকান ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিজিজিয়াপন শহরে মাটি থেকে ৭০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। যার ফলে রাজধানী মেক্সিকো সিটিতে কম্পন অনুভূত হয়। একবার ভূমিকম্প অনুভূত হওয়ার পরে পর পর আফটার শক অনুভূত হতে শুরু হয়। তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৭ এর মধ্যে।