• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান মালালার

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে রোহিঙ্গাদের হয়ে কথা বলার জন্যও আহ্বান জানান তিনি ।

মালালা বলেন, ‘লাখো মানুষ ঘরহারা হয়েছে। আমরা এখন চুপ থাকতে পারি না।’

মিয়ানমারে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়ারও আহ্বান জানান তিনি।

গেলো ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ওপর হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়তে শুরু করেছে রোহিঙ্গা মুসলিমরা।

জাতিসংঘের হিসেবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, ‘একটি দেশে বসবাসের অধিকার ও নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানোর পর কী ঘটতে পারে তা আমরা এক সেকেন্ডের জন্যও চিন্তা করতে পারবো না। এটা মানবাধিকারের বিষয়। সরকারগুলোর এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত। মানুষ ঘরহারা হচ্ছে, শিকার হচ্ছে সহিংসতার। শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা মৌলিক অধিকারগুলোই পাচ্ছে না। সন্ত্রাস ও আশেপাশে সহিংসতা বিদ্যমান এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর।’

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh