• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় শ্রীলঙ্কান হাইকমিশনারকে মারধর, আটক ৫

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৯

মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসারকে মারধরের ঘটনা ঘটেছে। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার শিকার হন তিনি। মারধরের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

এ হামলার সাথে যুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলার বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, হামলার ঘটনায় হাইকমিশনার ইব্রাহিম সাহিব আনসার আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।

এদিকে হাইকমিশনারকে মারধরের ঘটনায় শ্রীলঙ্কার সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির রাজধানী কলম্বোয় পররাষ্ট্র সচিব এসালা ওইরাকোন মালয়েশিয়ার হাইকমিশনার ওয়ান জাহিদি ওয়ান আবদুল্লাহকে তলব করে পর্যাপ্ত নিরাপত্তার দাবি করেন।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh